চীনের চাপের কারণে ফাইজার-বায়োএনটেকের তৈরি টিকা কেনার সিদ্ধান্ত স্থগিত করেছে তাইওয়ান। এর আগে, ফাইজার-বায়োএনটেকের টিকার ৫০ লাখ ডোজ কেনার ব্যাপারে গত বছরের শেষের দিকে আলোচনা চূড়ান্ত করেছিল দেশটি।বিষয়টি নিশ্চিত করেছেন তাইওয়ানের স্বাস্থ্যমন্ত্রী চেন শিহ চুং। তবে সরাসরি চীনকে দোষারোপ না করলেও চেন ইঙ্গিত করেছেন যে, এ সিদ্ধান্তের রাজনৈতিক দিক ররেছে। তিনি ‘বাহ্যিক ক্ষমতার হস্তক্ষেপ’ সম্পর্কে আগেই উদ্বিগ্ন ছিলেন। তাই পরিকল্পিত ওই চুক্তিটি নিয়ে প্রকাশ্যে এমন সতর্কতা।গত বুধবার স্থানীয় একটি রেডিওতে কথা বলার সময় তাইওয়ানের স্বাস্থ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক যেসব সংস্থা করোনাভাইরাসের টিকা তৈরি করছে, তাদের সঙ্গে গত বছরের জুন থেকেই যোগাযোগ করেছে দেশটি।গত বছরের ডিসেম্বরের মধ্যেই মার্কিন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফাইজার এবং জার্মানির বায়োএনটেকের সঙ্গে করোনাভাইরাসের টিকার ৫০ লাখ ডোজ নেওয়ার বিষয়টি চূড়ান্ত পর্যায়ে যায়।এ ব্যাপারে তাইওয়ানের স্বাস্থ্যমন্ত্রী চেন শিহ চুং বলেন, টিকা নেওয়ার প্রক্রিয়ার আলোচনায় একেবারে চূড়ান্ত পর্যায়ে ছিলাম আমরা। আমরা একে অন্যের ব্যাপারে বিজ্ঞপ্তি লিখেছি এবং পড়েছি। কিন্তু কেউ হয়তো চায় না যে, তাইওয়ান খুব ভালো থাকুক।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।