সিলেট: সিলেটে ট্রাকচাপায় স্বপন কুমার দাস (৩৮) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।বুধবার (১৭ ফেব্রুয়ার) সকালে দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের টুকেরবাজার তেমুখী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত স্বপন একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন।স্থানীয়রা জানান, পাথরভর্তি (ঢাকা মেট্রো-ট ১৬-৭৭৩৪) তেমুখী বাইপাস অতিক্রমকালে মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই আরোহীর মৃত্যু হয়। ঘটনার পর এসএমপির জালালাবাদ থানা পুলিশ ট্রাকচালককে আটক করেছে।জালালাবাদ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান এ তথ্য নিশ্চিত করে বলেন, তেমুখী বাইপাস অতিক্রমকালে ট্রাকচাপায় স্বপন নামে এক ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করে চালককে আটক করেছে। নিহতের মরদেহ উদ্ধর করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।