রঙ বাংলাদেশের একুশ সংগ্রহ

রঙ বাংলাদেশের একুশ সংগ্রহ
লাইফস্টাইল ডেস্ক : বাঙালির যা কিছু অহংকারের, একুশ তার একটি। আর বাংলা বর্ণমালা আমাদের প্রাণের চেয়ে প্রিয়। তাই ফ্যাশন হাউস রঙ বাংলাদেশ এবার ভাষার মাসে নতুন সংগ্রহ সাজিয়েছে বর্ণমালাকে নকশার বিষয় করে।  দেশে এবং দেশের বাইরে বাংলাদেশকে তুলে ধরতে চাওয়ার প্রত্যাশায় গড়া আমার বাংলাদেশ সাবব্র্যান্ডের অধীনে তৈরি হয়েছে সকল সামগ্রী।  ভাষার মাসের বিশেষ রং হিসেবে সাদা আর কালো আমাদের ভাবনার জগত জুড়ে রয়েছে। সেই সাদা আর কালোর সঙ্গে এ বছরের  একুশে সংগ্রহে যোগ করা হয়েছে লাল, অ্যাশ ও অফহোয়াইট। ব্লক প্রিন্ট, স্ক্রিন প্রিন্ট, হ্যান্ডওয়ার্ক, প্যাচওয়াক ও  এমব্রয়েডারিতে করা হয়েছে জমিন অলংকরণ। প্রতিটি পোশাকের ডিজাইনকে নান্দনিক মাত্রা দেওয়ার চেষ্টা করা হয়েছে নানান অনুষঙ্গের সন্নিবেশে।  একুশের সংগ্রহে মেয়েদের রয়েছে শাড়ি, সালোয়ার-কামিজ, সিঙ্গেল কামিজ,সিঙ্গেল ওড়না। ছেলেদের জন্য পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট,উত্তরীয়। ছোটদের জন্যও রয়েছে আরামদায়ক পোশাক।  সাধ্যের মধ্যেই সব আউটলেটেই পাবেন এই একুশ সংগ্রহ। চাইলে বাসায় বসেও অনলাইনে অর্ডার করতে পারেন পছন্দের পোশাক।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন