ঢাকা: ঢাকার কেরানীরগঞ্জের পূর্বচরাইল এলাকায় পাঁচতলা একটি বাড়ির ছাদ থেকে পড়ে নুসরাত জাহান (১৯) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নুসরাত পরিবারের সঙ্গে কেরানীগঞ্জের পূর্বচরাইল এলাকায় নিজ বাসায় থাকতেন। তার বাবার নাম ইসহাক হোসেন। নুসরাত পুরান ঢাকার মহানগর মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।এদিকে নুসরাতের মৃত্যুর খবর পেয়ে ঢামেক হাসপাতালে ছুটে আসেন তার আত্মীয়-স্বজন। তাদের মধ্য থেকে একটি সূত্র জানায়, পুরান ঢাকার লালবাগের বাসিন্দা এক ছেলের সঙ্গে নুসরাতের প্রেমের সম্পর্ক ছিল। ধারণা করা হচ্ছে, বাড়ির ছাদে সেই ছেলের সঙ্গে মোবাইল ফোনে কথা বলার সময় তাদের মধ্যে কিছু একটা হয়েছে। সূত্রটি আরও জানায়, নুসরাত ছাদ থেকে লাফ দিয়েছেন নাকি পড়ে গেছেন তা জানা যায়নি।ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।