কেরানীগঞ্জে ছাদ থেকে পড়ে কলেজছাত্রীর মৃত্যু

কেরানীগঞ্জে ছাদ থেকে পড়ে কলেজছাত্রীর মৃত্যু
নুসরাত পরিবারের সঙ্গে কেরানীগঞ্জের পূর্বচরাইল এলাকায় নিজ বাসায় থাকতেন। তার বাবার নাম ইসহাক হোসেন। নুসরাত পুরান ঢাকার মহানগর মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।এদিকে নুসরাতের মৃত্যুর খবর পেয়ে ঢামেক হাসপাতালে ছুটে আসেন তার আত্মীয়-স্বজন। তাদের মধ্য থেকে একটি সূত্র জানায়, পুরান ঢাকার লালবাগের বাসিন্দা এক ছেলের সঙ্গে নুসরাতের প্রেমের সম্পর্ক ছিল। ধারণা করা হচ্ছে, বাড়ির ছাদে সেই ছেলের সঙ্গে মোবাইল ফোনে কথা বলার সময় তাদের মধ্যে কিছু একটা হয়েছে। সূত্রটি আরও জানায়, নুসরাত ছাদ থেকে লাফ দিয়েছেন নাকি পড়ে গেছেন তা জানা যায়নি।ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

মাদারীপুরে ২৫০ শয্যা জেলা হাসপাতালের দরপত্রে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

“চবির পঞ্চম সমাবর্তনে ড. মুহাম্মদ ইউনূসকে ডি.লিট. প্রদান, ডিগ্রি পেলেন ২২ হাজারেরও বেশি শিক্ষার্থী”