করোনা টিকা নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী-সচিব-আইজিপি

করোনা টিকা নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী-সচিব-আইজিপি
ঢাকা: করোনা ভাইরাসের প্রতিরোধী টিকা (কোভিশিল্ড) নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দীন এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে রাজারবাগ পুলিশ লাইন্স অডিটরিয়ামে তারা করোনা ভাইরাস প্রতিরোধী টিকা (কোভিশিল্ড) নিয়েছেন।প্রথমে টিকা নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। এরপর টিকা নেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন এবং পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। টিকা নেওয়ার পর তাদের তিন জনকেই ৩০ মিনিট করে অবজারভেশনে রাখা হয়েছিল। তবে তাদের কারও শরীরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষণীয় হয়নি।রাজারবাগ পুলিশ লাইন্সে করোনা ভাইরাস প্রতিরোধী টিকা (কোভিশিল্ড) দেওয়ার জন্য ১৮টি বুথ স্থাপন করা হয়েছে। এতে প্রতিদিন তিন হাজার মানুষকে টিকা দেওয়া হচ্ছে। পুলিশ সদস্য ছাড়াও সাধারণ জনগণও রেজিস্ট্রেশনের মাধ্যমে এখানে এসে টিকা নিতে পারছেন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি