দেশে সোনা কেনাকাটায় এবামূল্যের সাথে ভ্যাট ও মজুরি যোগ করে পুনরায় মূল্য নির্ধারণের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সংগঠনটির অভ্যন্তরীণ এক সভায় কণ্ঠ ভোটে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বাজুস।বিজ্ঞপ্তিতে বলা হয়, বাজুস সভাপতির নেতৃত্বে অতিরিক্ত সাধারণ সভায় সোনার মূল্যের সাথে ভ্যাট ও মজুরি যোগ করে পুনরায় মূল্য নির্ধারণ করার সিদ্ধান্ত কণ্ঠ ভোটে পাস করা হয়। পরে স্বচ্ছতার জন্য বিষয়টি বর্তমান আইন অনুযায়ী পরামর্শ চেয়ে জাতীয় রাজস্ব বোর্ডের সংশ্লিষ্ট শাখায় প্রেরণ করা হয়েছে বলেও জানানো হয়। এছাড়া সিদ্ধান্ত প্রয়োগের ক্ষেত্রে করোনাকালে পরিবর্তিত সোনার মূল্যে ক্রেতা বা গ্রাহকের মাঝে কি প্রভাব পড়ে বা প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং কি ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে, সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। অবস্থা মূল্যায়ন করে ও জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা পাওয়ার পরই বাজুসের কার্যনির্বাহী কমিটি সভার আয়োজন করবে। তবে গত ১৩ জানুয়ারি নোটিশ অনুযায়ী সোনার মূল্য নির্ধারণ করে ব্যবসায়ীদের বিক্রি করার নির্দেশনাও দিয়েছে বাজুস।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।