ধানমন্ডির রাপা প্লাজায় ডাকাতি ৫০০ ভরি স্বর্ণালঙ্কার লুট

ধানমন্ডির রাপা প্লাজায় ডাকাতি ৫০০ ভরি স্বর্ণালঙ্কার লুট

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ধানমন্ডির রাপা প্লাজায় ‘রাজলক্ষ্মী জুয়েলার্স’ নামে একটি স্বর্ণের দোকানসহ তিনটি দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। স্বর্ণের দোকানের মালিকের দাবি, তার দোকান থেকে ৫০০-৭০০ স্বর্ণ নিয়ে গেছে। মার্কেটের দায়িত্বে থাকা এক প্রকৌশলীকে এই ডাকাতির জন্য দায়ী করেছেন তিনি। গতকাল রোববার সকাল ১০টার দিকে রাজলক্ষ্মী জুয়েলার্সের মালিক মহাদেব কর্মকর বলেন, রাপা প্লাজার দোতলায় আমার দোকান। গতকাল (গত শনিবার) রাতে কর্মচারীরা দোকান বন্ধ করে চলে যায়। সকালে আমাকে মার্কেট থেকে ফোন দিয়ে জানানো হয়, দোকানে ডাকাতি হয়েছে। তালাভেঙে ও খুলে স্বর্ণ নিয়েছে। আমার প্রায় ৫০০-৭০০ ভরি স্বর্ণ নিয়ে গেছে। তিনি বলেন, মার্কেটের ভেতরে ও বাইরে সবসময় নিরাপত্তাকর্মীরা থাকেন। এত নিরাপত্তার মধ্যেও কীভাবে তারা ঢুকলো, মার্কেটের দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ার সাইফুর রহমান এই ডাকাতির ঘটনা সব জানে। কিছু তালা খুলে ফেলেছে। এগুলোর হয়তো চাবি বানানো হয়েছিল। মার্কেটের সিসি ক্যামেরাগুলো টিস্যু ও স্কচটেপ দিয়ে আটকিয়ে দেওয়া হয়েছে। যারা ডাকাতির করেছে, তারা খুব পরিকল্পিতভাবেই করেছে। অপরদিকে মার্কেটের দায়িত্বে থাকা প্রকৌশলী সাইফুর রহমান বলেন, মার্কেটের বাইরে সবসময় নিরাপত্তাকর্মীরা থাকেন। রাতে সবাই বের হওয়ার পর নিরাপত্তাকর্মীরা মার্কেটটি লক করে দেয়। চোর হয়তো গ্রিল কেটে ঢুকেছে। আমার সেরকম গ্রিল কাটা দেখতে পাচ্ছি। মার্কেটের তিনটি দোকানে ডাকাতি হয়েছে বলে জানিয়েছেন তিনি। জেন্টেলপার্ক, মুনসুন রেইন ও রাজলক্ষ্মী জুয়েলার্স। তিনি বলেন, জুয়েলার্সের স্বর্ণের ভোল্ট ভাঙতে পারেনি ডাকাতরা। বাইরে যে স্বর্ণ ছিল, সেগুলো নিয়েছে হয়তো। পুলিশ আসছে তারা তদন্ত করে দেখছে। ধানমন্ডি থানার ডিউটি কর্মকর্তা এসআই কৃষ্ণ কমল রায় বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের কর্মকর্তরা গেছেন। তারা বিষয়টি দেখছেন। আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। এদিকে ঘটনার পর পুলিশ রাপা প্লাজার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে। সেখানে দেখা যায়, গত শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে তিনজন মার্কেটে প্রবেশ করছে। এর মধ্যে দুজনের মুখ ঢাকা ছিল। মার্কেটের পেছনের দিকের ময়লার রুমের ভেন্টিলেটর ভেঙে ভেতরে ঢোকে। তারা প্রথমে রাজলক্ষ্মী জুয়েলার্সে প্রবেশ করে। এরপর তিনটি কাপড়ের দোকানেও চুরি করে। এ ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সীতাকুণ্ড উপজেলা সাবেক চেয়ারম্যান রাজু আটক

শ্রমিক নেতা থেকে গুন্ডা বাহিনীর প্রধান হয়েছে শাজাহান খান: আব্দুল মোনায়েম মুন্না