সকালটা ভালোভাবেই শুরু করেছিলেন মুশফিকুর রহিম ও মুমিনুল হক। দুজনে মিলে খেলছিলেন সাবলীলভাবে।কিন্তু ক্যারিবীয় স্পিনার রাকিম কর্নওয়ালের করা দিনের দশম ওভারের প্রথম বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে বিদায় নেন মুশফিক। এরপর নিজের চতুর্দশ টেস্ট ফিফটি তুলে নেন মুমিনুল হক।এই প্রতিবেদন লেখা পর্যন্ত চলতি টেস্টের চতুর্থ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৮৩ রান, লিড ২৫৪ রানের।কর্নওয়ালের নিচু হয়ে আসা লেন্থ বলে কাট করতে চেয়েছিলেন মুশফিক। কিন্তু বল তার প্যাডে লাগে। বোলারের আবেদনে সাড়া দিয়ে আউট দিয়ে দেন আম্পায়ার। রিভিও নেন মুশি। কিন্তু বল লাইনের কিছুটা বাইরে থেকে ভেতরে ঢুকলেও মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বহাল থাকে। বিদায়ের আগে ১৮ রানের ইনিংস খেলেন মুশফিক।মুশফিকের বিদায়ের এক ওভার পরে সেই কর্নওয়ালের বলেই লং অফে পুশ করে ফিফটি তুলে নেন মুমিনুল। টেস্ট ক্রিকেটে এটি তার চতুর্দশ ফিফটি। ৮৪ বল খেলে ফিফটি ছোঁয়ার পথে তিনি বাউন্ডারি হাঁকিয়েছেন ৫টি। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৪৩০ রানের বিশাল সংগ্রহের জবাবে ২৫৯ রানে শেষ হয় উইন্ডিজের প্রথম ইনিংস।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।