পদ্মায় ধরা পড়লো ৩১ কেজি ওজনের বাঘাইড় মাছ

পদ্মায় ধরা পড়লো ৩১ কেজি ওজনের বাঘাইড় মাছ
নাটোর: নাটোরের লালপুরে পদ্মা নদীতে জালে ৩১ কেজি ওজনের বাঘাইড় মাছ ধরা পড়েছে। বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) সকালে পদ্মা নদীর লালপুরের রাইটা পাথরঘাটা পয়েন্টে সোহেল আলী নামে এক জেলে মাছটি ধরেন।স্থানীয় গনমাধ্যম কর্মী একে আজাদ সেন্টু বাংলানিউজকে জানান, সকালে জেলে সোহেল আলীর জালে ধরা পড়ে ৩১ কেজি ওজনের বাঘাইড় মাছটি। পরে মাছটি লালপুর মাছের আড়তে নিয়ে এলে ৮৬৫ টাকা কেজি করে ফজলুর রহমান নামে স্থানীয় এক মাছ ব্যবসায়ী ২৭ হাজার টাকায় মাছটি কিনে নেন। পরে তিনি বাগাতিপাড়ার কাদিরাবাদ সেনানিবাস এলাকায় ১ হাজার ৫০ টাকা কেজি দরে বাঘাইড় মাছটি ৩২ হাজার ৫৫০ টাকায় বিক্রি করেন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি