‘বঙ্গবন্ধুর ৬ দফা ছিল বাঙালির মুক্তির সনদ’

‘বঙ্গবন্ধুর ৬ দফা ছিল বাঙালির মুক্তির সনদ’
বরিশাল:  ‘বঙ্গবন্ধু ছিলেন অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। তার স্বপ্ন ছিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক চেতনার দেশ।তিনি ক্ষুধা, দারিদ্র ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। বঙ্গবন্ধুর ৬ দফা ছিল বাঙালির মুক্তির সনদ। এটিই ছিল বাঙালির মুক্তির মূলমন্ত্র। ’ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘শিল্প-সাহিত্য ও বঙ্গবন্ধু’ শীর্ষক ভাচ্যুয়াল আলোচনা সভায় প্রখ্যাত কবি ও লেখক নির্মলেন্দু গুণ এসব কথা বলেন।  রোববার (৩১ জানুয়ারি) দিনগত রাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বাংলা বিভাগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে যুক্ত ছিলেন নির্মলেন্দু গুণ।  সভায় স্বাগত বক্তব্য রাখেন ববির বাংলা বিভাগের চেয়ারম্যান সঞ্জয় সরকার।ভার্চ্যুয়াল আলোচনা সভায় আরও যুক্ত ছিলেন- বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী ও কর্মকর্তারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ববির বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সাকিবুল হাসান।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন