আগরতলা, (ত্রিপুরা): সারা ভারতের সঙ্গে রোববার (৩১ জানুয়ারি) ত্রিপুরা রাজ্যজুড়েও জাতীয় পোলিও টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। রাজ্য বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র, স্কুল, শিক্ষা-প্রতিষ্ঠান, ক্লাবসহ সামাজিক প্রতিষ্ঠান খাওয়ানো হচ্ছে।পশ্চিম জেলায় সবমিলিয়ে মোট ৭৫৭টি বুথে শূন্য থেকে ৫ বছর বয়স পর্যন্ত শিশুদেরকে খাওয়ানো হচ্ছে। স্থানীয় সময় সকাল ৮টা থেকে এই কর্মসূচি শুরু হয়েছে তা চলবে বিকেল ৪টা পর্যন্ত।মোট ৬২ হাজার ৪শ ৫৪ জনকে টিকা করণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এর জন্য মোট ৩ হাজার ৩০ জন কাজ করছেন বলে জানিয়েছেন পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. দেবাশীষ দাস।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।