ত্রিপুরায় পোলিও টিকাদান কর্মসূচি

ত্রিপুরায় পোলিও টিকাদান কর্মসূচি
আগরতলা, (ত্রিপুরা): সারা ভারতের সঙ্গে রোববার (৩১ জানুয়ারি) ত্রিপুরা রাজ্যজুড়েও জাতীয় পোলিও টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।  রাজ্য বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র, স্কুল, শিক্ষা-প্রতিষ্ঠান, ক্লাবসহ সামাজিক প্রতিষ্ঠান খাওয়ানো হচ্ছে।পশ্চিম জেলায় সবমিলিয়ে মোট ৭৫৭টি বুথে শূন্য থেকে ৫ বছর বয়স পর্যন্ত শিশুদেরকে খাওয়ানো হচ্ছে। স্থানীয় সময় সকাল ৮টা থেকে এই কর্মসূচি শুরু হয়েছে তা চলবে বিকেল ৪টা পর্যন্ত।মোট ৬২ হাজার ৪শ ৫৪ জনকে টিকা করণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এর জন্য মোট ৩ হাজার ৩০ জন কাজ করছেন বলে জানিয়েছেন পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. দেবাশীষ দাস।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন