বেতন স্কেলের স্থগিত আদেশ প্রত্যাহারের দাবি

বেতন স্কেলের স্থগিত আদেশ প্রত্যাহারের দাবি
ঢাকা: ইউনিয়ন ভূমি কর্মকর্তাদের ঘোষিত বেতন স্কেল বাতিল করা গেজেট বাস্তবায়নসহ আট দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি।শনিবার (৩০ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবুল কালাম আজাদ বলেন, ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসনে কর্মরত ইউনিয়ন ভূমি সরকারি কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা পদের কাজের পরিধি ও কাজের গুরুত্ব অনুযায়ী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে বেতন স্কেল উন্নতি করে ২০১০ সালের ৩ জুন তারিখে বাংলাদেশ গেজেট প্রকাশিত হয়। কিন্তু অজ্ঞাত কারণে ভূমি মন্ত্রণালয় বেতন স্কেলের গেজেট ২০১৩ সালের ২৫ জুলাই স্থগিত করে। এ স্থগিতাদেশ প্রত্যাহার করে মাঠ প্রশাসনে কর্মরত ভূমি কর্মকর্তাদের কাজের পরিধি বাড়ানোর আহ্বান  জানান তিনি।আট দফা দাবিগুলো হলো, অনতিবিলম্বে মাঠ পর্যায়ের সব শূন্য পদ পূরণ করতে হবে, জি ও প্রকাশের তারিখ থেকে প্রাপ্ত এরিয়াসহ বকেয়া বেতন ভাতা দিতে হবে, কানুনগো পদে ৫০ শতাংশ শূন্য পদ ইউনিয়ন: ভূমি সরকারি কর্মকর্তাদের মধ্য থেকে দ্রুত পদোন্নতি ও পদায়ন করতে হবে, ভূমি আপিল বোর্ড ও ভূমি সংস্কার বোর্ড একীভূত করতে হবে, ভূমি ব্যবস্থাপনা, ভূমি হস্তান্তর ও ভূমি জরিপ একই মন্ত্রণালয় একীভূত করতে হবে, সব ইউনিয়ন: ভূমি অফিসের জরুরি ভিত্তিতে ই-নামজারিসহ দ্রুত কাঙ্খিত সেবা দেওয়ার জন্য কম্পিউটার সহকর্মী নিয়োগ করতে হবে, ভূমি ব্যবস্থাপনায় ল্যান্ড ক্যাডার চালুর উদ্যোগ নিতে হবে, ভূমি ভবন ও ভূমি ব্যাংক চালু করতে হবে।ভূমি সহকারী কর্মকর্তা (সিরাজগঞ্জ) রেজাউর রহমানের সভাপতিত্ব সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ভূমি সহকারী কর্মকর্তা (নরসিংদী) আবুল কালাম বাচ্চু, ভূমি সহকারী কর্মকর্তা (খুলনা) সিরাজুল ইসলাম, ভূমি সহকারী কর্মকর্তা (নওগাঁ) জাকির হোসেন প্রমুখ।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন