কলকাতা: সাবেক ভারতীয় অধিনায়ক ও বিসিসিআই (ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড) এর প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীকে দেখতে বেঙ্গালুরু থেকে ফের কলকাতায় এসেছেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) স্থানীয় সময় ১০টা ৪০ মিনিটে কলকাতার দমদম বিমানবন্দরে পৌঁছান দেবী শেঠি।সেখান থেকে তিনি কলকাতার অ্যাপেলো হাসপাতালে পৌঁছান। মূলত সৌরভের পরিবারের অনুরোধে সাড়া দিয়েই কলকাতায় এলেন এই বিখ্যাত চিকিৎসক।হাসপাতাল সূত্রে জানা গেছে, আরও কিছু জরুরি পরীক্ষা করা হবে ভারতীয় দলের সাবেক অধিনায়কের। কিছুক্ষণের মধ্যে অ্যাঞ্জিওগ্রাম করা হবে জানা গেছে। এরপর অ্যাঞ্জিওপ্লাস্টি করার পরিকল্পনাও রয়েছে চিকিৎসকদের।গতবারও সৌরভ গঙ্গোপাধ্যায়ের ধমনীতে স্টেন্ট বসানোর সময় কলকাতায় সৌরভের চিকিৎসার জন্য পরামর্শ দিতে আসেন দেবী শেঠি। ইতিমধ্যেই তার চিকিৎসায় একটি বোর্ড তৈরি করেছে অ্যাপেলো হাসপাতাল। মনে করা হচ্ছে বোর্ড সঙ্গে বিস্তারিত আলোচনা করেই দেবী শেঠি চিকিৎসার পরের ধাপ সম্পর্কে পরামর্শ দেবেন।বুধবার অ্যাপোলোয় নিয়ে আসার পর সৌরভ গঙ্গোপাধ্যায়ের লিপিড প্রোফাইল-সহ একাধিক রক্ত পরীক্ষা, ইসিজি, ইকো-কার্ডিওগ্রাম করা হয়। হাসপাতাল সূত্রে খবর, বোর্ড প্রেসিডেন্টের রিপোর্টে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু পাওয়া যায়নি।বৃহস্পতিবার তার অ্যাঞ্জিওগ্রাম করা হবে বলে আগেই জানিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। সেই রিপোর্ট দেখার পরই পরবর্তী সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। জানা গেছে অ্যাঞ্জিওগ্রাম করে দুটি বিষয় বোঝার চেষ্টা করা হবে। প্রথমত ধমনীগুলির অবস্থা ঠিক কোন পর্যায়ে আছে। দ্বিতীয়ত যে একটি সেন্ট বসানো হয়েছে, সেই সেন্ট বসানোয় কোনো সমস্যা আছে কিনা।দেবী শেঠির পাশাপাশি মুম্বাই থেকে আরও একজন চিকিৎসক কলকাতায় সৌরভের চিকিৎসা পর্যালোচনা করতে এসেছেন বলে খবর পাওয়া গেছে।উডল্যান্ড হাসপাতালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সেন্ট বসানোর সঙ্গে যুক্ত চিকিৎসক সরোজ মণ্ডল, আফতাফ খান, সপ্তর্ষি বসুকেও চিকিৎসক দলের সঙ্গে যুক্ত করা হয়েছে। সূত্রের মাধ্যমে জানা গেছে, সমস্ত পরীক্ষা করার পর দরকার হলে আরও একটি বা দুটি ধমনীতে স্টেন্ট বসানো হতে পারে। পরিস্থিতি সেদিকে গেলে বৃহস্পতিবারই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গেছে।