স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন নির্বাচক হলেন আব্দুর রাজ্জাক। অনলাইনে হওয়া বোর্ডের এক সভা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়।করোনাকালে দীর্ঘ ১০ মাস পর বুধবার (২৭ জানুয়ারি) বিসিবি পরিচালনা পর্ষদের বৈঠক বসেছিল। সেখানে অন্য অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি এটিও গৃহিত হয়। এর ফলে মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশারের সঙ্গে তৃতীয় নির্বাচক হবেন জাতীয় দলের এক সময়ের এই বাঁহাতি স্পিনার।আব্দুর রাজ্জাক অবশ্য এখনও ক্রিকেটকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাননি। জাতীয় দলে সুযোগ না পেলেও খেলে যাচ্ছেন ঘরোয়া লিগ।৩৮ বছর বয়সী এই তারকা ক্যারিয়ারে ১৩টি টেস্ট, ১৫৩টি ওয়ানডে ও ৩৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এছাড়া ১৩৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন তিনি। টেস্টে নিয়েছেন ২৮ উইকেট, ওয়ানেডেতে ২০৭ উইকেট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিয়েছেন ৪৪টি উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে তার উইকেট সংখ্যা ৬৩৪টি। টাইগারদের হয়ে আব্দুর রাজ্জাক সর্বশেষ ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুর টেস্টে খেলেছেন।