বাংলাদেশ-জাপান সম্পর্ক অনেক সুদৃঢ়: ড. মোমেন

বাংলাদেশ-জাপান সম্পর্ক অনেক সুদৃঢ়: ড. মোমেন
ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, স্বাধীনতার সময় থেকেই বাংলাদেশের পাশে রয়েছে জাপান। বাংলাদেশ-জাপান সম্পর্ক অনেক সুদৃঢ় বলেও মন্তব্য করেন ড. মোমেন।বুধবার (২৭ জানুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে বঙ্গবন্ধুর ওপর নির্মিত জাপানি প্রামাণ্য চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়। বুধবার ফরেন সার্ভিস একাডেমির মাল্টিপারপাস হলে এ প্রদর্শনীর আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়।বেঙ্গল নো চিচি লামা (বাংলাদেশের জনক) শিরোনামে বঙ্গবন্ধুর ওপর নির্মিত প্রামাণ্য চিত্রটি পরিচালনা করেছেন ওশিমা নাগাসি নামে একজন জাপানি চলচ্চিত্র পরিচালক।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, জাতির জনকের জন্মশতবর্ষ উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়কারী কামাল আবদুল নাসের চৌধুরী।বক্তারা বলেন, জাপানি চলচ্চিত্র পরিচালক ওশিমা নাগাসি ১৯৭৩ সালে বেঙ্গল নো চিচি লামা নির্মাণ করেন। এতে বঙ্গবন্ধুর জীবন সংগ্রাম তুলে ধরা হয়েছে। নতুন প্রজন্ম চলচ্চিত্রটি দেখে বঙ্গবন্ধু জীবনের অনেক কিছু জানতে পারবে। অনুষ্ঠানে আলোচনা শেষে প্রামাণ্য চলচ্চিত্রটি প্রদর্শন করা হয়।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সন্দ্বীপে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

বাংলাদেশ ইসকন নিয়ে ফেসবুকে স্ট্যাটাস, বিতর্কিত মৎস্য কর্মকর্তাকে বদলি