নায়িকা থেকে গায়িকা হলেন মুনমুন

নায়িকা থেকে গায়িকা হলেন মুনমুন
বিনোদন ডেস্ক : নতুন পরিচয় হাজির হলেন চিত্রনায়িকা মুনমুন। প্রথমবারের মতো গান গাইলেন তিনি।মুনমুনের কণ্ঠে গাওয়া ‘বাউলা মাইয়া’ শিরোনামের একটি গান প্রকাশ পেয়েছে ইউটিউবে। যদিও বুধবার (২৭ জানুয়ারি) প্রকাশিত গানটির স্টুডিও ভার্সনে তেমন ভিউ দেখা যায়নি।গানটির লিখেছেন ওমর ফারুক ফারহান। সংগীতায়োজন করেছেন রোহান রাজ। প্রকাশ পেয়েছে ডি অ্যান্ড এম এন্টারটেইনমেন্টেরের ব্যানারে।গানটি প্রসঙ্গে মুনমুন বলেন, নিজের গাওয়া গানে নিজেই প্রথম ঠোঁট মেলানোতে অন্যরকম অনুভূতি। প্রথমবারের মতো গান গেয়েছি। শ্রোতা দশকদের যদি ভালো লাগে আরও গাওয়ার ইচ্ছে আছে।তিনি আরও জানান, ছোট বেলা থেকে গায়িকা হওয়ার স্বপ্ন দেখতেন তিনি। এবার সে স্বপ্ন পূরণ হয়েছে তার।ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত নায়িকা মুনমুন। ১৯৯৬ সালে মৌমাছি সিনেমার মাধ্যমে বড় পর্দায় কাজ শুরু করেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে শতাধিক সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। তবে এখন খুব কম সিনেমাতেই তাকে দেখা যায়।
..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সাত কলেজ ইস্যুতে শিক্ষা সচিবসহ পাঁচজনকে আইনি নোটিশ

গ্রিন রেসপন্স ফেলোশিপে নির্বাচিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী