নিজস্ব প্রতিবেদক : ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে চলাচলকারীদের তীব্র যানজটের মুখে পড়তে হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা থেকে গতকাল শুক্রবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত দফায় দফায় ও কয়েক ঘণ্টা টোলপ্লাজা বন্ধ থাকায় এ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তবে পরে যান চলাচল স্বাভাবিক হয়। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হওয়ার তথ্য নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি কাজী আইয়ুবুর রহমান। পরিবহন চালকদের অভিযোগ, মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার গোলচত্বর থেকে টোলপ্লাজা পর্যন্ত খানাখন্দ থাকায় ওজন স্টেশনে যাতায়াতরত ট্রাকগুলো এ লেনে উঠে আসায় মহাসড়কে সৃষ্টি হচ্ছে যানজট। এ ছাড়া সেতুর পশ্চিম অংশের সিরাজগঞ্জের দুই লেনের সড়কের কারণেও সৃষ্টি হচ্ছে যানজট। সেতু কর্তৃপক্ষ জানায়, ঘনকুয়াশার কারণে আর সেতুর ওপর দুর্ঘটনা এড়াতে গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা থেকে বেশ কয়েক বার টোল আদায় বন্ধ রাখা হয়। এজন্য কয়েক ঘণ্টা সেতুর ওপর দিয়ে যানচলাচল করতে পারেনি। তাই সেতুর দুই পাড়ে যানবাহন আটকা পড়ে গাড়ির দীর্ঘ সারির সৃষ্টি হয়। পরে সেতুতে টোল আদায় শুরু হলেও মাত্রাতিরিক্ত গাড়ির কারণে যান চলাচলে ছিল ধীরগতি। ওসি কাজী আইয়ুবুর রহমান জানান, ঘন কুয়াশা আর বঙ্গবন্ধু সেতুতে দফায় দফায় টোল আদায় বন্ধ থাকায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের এলেঙ্গা ও সিরাজগঞ্জ রোড পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকা জুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এ পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে। বর্তমানে ঢাকাগামী যানবাহনের কিছুটা চাপ থাকলেও উত্তরবঙ্গগামী গাড়ির তেমন একটা চাপ নেই।