আন্তর্জাতিক ডেস্ক : দুইবার অভিসংশনের শিকার হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন সদ্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হাজার সমালোচনা আর বিতর্ক মাথায় নিয়ে তিনি অবসরে গেছেন।কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, দুইবার অভিসংশিত প্রেসিডেন্ট কি পেনশন পাবেন?যুক্তরাষ্ট্রের নিয়ম অনুয়ায়ী কোনো প্রেসিডেন্ট দুইবার অভিসংশিত হলে পেনশন পাবেন না, এমন কোনো নিয়ম নেই। সে কারণে অবসরে যাওয়া অন্য সাবেক প্রেসিডেন্টদের মতোই তিনি পিনশনের টাকা পাবেন। এছাড়া পাবেন আরও কিছু রাষ্ট্রীয় সুবিধা। জানা গেছে, প্রেসিডেন্টের ক্যাবিনেটের সদস্যদের মতো মাসে মাসে বেতন পাবেন ট্রাম্প। আমেরিকার সংবিধানের রীতি অনুযায়ী ২০১৭ সালে এর পরিমাণ ছিল বছরে ২ লাখ ৭ হাজার ৮০০ ডলার (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় এক কোটি ৭৬ লাখের বেশি টাকা)। এছাড়া অন্যান্য আর্থিক সুবিধার পাশাপাশি ট্রাম্প অভিজাত এলাকায় অফিস পরিচালনার জন্য বিশাল জায়গা পাবেন, যার সম্পূর্ণ খরচ বহন করবে সরকার। এই সব সুযোগ-সুবিধার আওতায় থাকবে তার পরিবারও। যেমন সিক্রেট সার্ভিসের নিরাপত্তা, ঘোরাঘুরি, টেলিফোন ও যোগাযোগের যাবতীয় খরচ। এছাড়া সাবেক প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে মেলানিয়া ট্রাম্প আজীবন পেনশন পাবেন বছরে ২০ হাজার ডলার।৪৬তম প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের শপথ গ্রহণের কয়েক ঘণ্টা আগে ট্রাম্প ও মেলানিয়া হোয়াইট হাউজ ছাড়েন। তাকে একুশ বার গান স্যালুটের মাধ্যমে বিদায় জানানো হয়।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।