ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ‘দূরন্ত পরিবহন’ নামে একটি লোকাল বাস উল্টে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের আরও ১৫ যাত্রী।
বুধবার (২০ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে এক্সপ্রেসওয়ের বগাইল টোলপ্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ রয়েছেন। তবে মৃত ২ নারীর পরিচয় জানা যায়নি। নিহত আ. রশীদ (৫৫) চুয়াডাঙ্গা জেলার পেয়ারাতলা এলাকার মো. আলমাসের ছেলে।ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মাহাতাব উদ্দিন জানান, দুপুর পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও সেনাসদস্যরা উদ্ধার অভিযান শুরু করে। অন্তত ১৫ আহত যাত্রীকে হাসপাতালে পাঠানো হয়েছে এর মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।