সরকার মানুষের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করছে: শিল্প প্রতিমন্ত্রী

সরকার মানুষের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করছে: শিল্প প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অসহায় শীতার্ত মানুষের পাশে থাকার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। তিনি বলেন, বর্তমান জনবান্ধব সরকার মানুষের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। তারই অংশ হিসেবে দলের সকল নেতাকর্মীকে কাজ করে যেতে হবে। গতকাল মঙ্গলবার রাজধানীর কাফরুলে তার প্রতিষ্ঠিত মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজে স্থানীয় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণের সময় এসব কথা বলেন। এদিন ব্যক্তিগত উদ্যোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের প্রায় ৫০০ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন তিনি। শিল্প প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সরকারের সার্বক্ষণিক তৎপরতায় বাংলাদেশ দক্ষতা ও সাফল্যের সঙ্গে করোনা মোকাবিলা করছে। করোনার প্রভাবে বিশ্বের অনেক দেশের অর্থনীতি স্তিমিত হয়ে পড়লেও সময়মতো প্রণোদনা ঘোষণার ফলে দেশের অর্থনীতি সচল রয়েছে, শিল্প কারখানায় উৎপাদন কার্যক্রম চলমান রয়েছে।’ এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৬ নম্বর ওয়ার্ড এবং কাফরুল থানা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সীতাকুণ্ড উপজেলা সাবেক চেয়ারম্যান রাজু আটক

শ্রমিক নেতা থেকে গুন্ডা বাহিনীর প্রধান হয়েছে শাজাহান খান: আব্দুল মোনায়েম মুন্না