গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকায় বাসাবাড়িতে আগুন লেগে চারজন নিহত হয়েছেন। সোমবার (১১ জানুয়ারি) ভোরে এ আগুনের সূত্রপাত হয়।নিহতরা হলেন- গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার সুন্দাইল এলাকার সামছুল হুদার ছেলে মিলন (৩৭) ও তার স্ত্রী মুন্নী (৩০), একই থানার জরিকপুর এলাকার আশরাফ আলীর ছেলে ফরহাদ (৪০) ও গাইবান্ধার পলাশবাড়ী থানার জগন্নাথপুর এলাকার ওসমান গণির ছেলে আউয়াল (২০) কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. কবীরুল আলম জানান, ভোরে কালামপুর এলাকায় একটি টিনশেড বাসাবাড়িতে আগুন লাগে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুনে দগ্ধ হয়ে মিলন, মুন্নী, ফরহাদ ও আওয়াল নামে চারজনের মৃত্যু হয়। গ্যাস লিকেজ থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। নিহতরা সবাই ওই বাসাবাড়িতে ভাড়া থাকতেন।
আল ইমরান,বগুড়া:নিহতরা হলেন, উপজেলার জিয়ানগর ইউনিয়নের লক্ষীমণ্ডপ পূর্বপাড়া গ্রামের আফতাব হোসেন (৭০) ও তার প্রবাসী ছেলে শাহজাহান আলীর স্ত্রী রিভা আক্তার (৩০)। বুধবার (৯ জুলাই) সকালে নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করেপুলিশ। মঙ্গলবার (৮ জুলাই) রাতের কোনো এক সময়ে তাদেরকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানায় রাতে চারজন লোক আফতাব হোসেনের বাড়িতে ঢুকে তার ও রিভার হাতপা বেঁধে শ্বাসরোধে হত্যা করেন প্রাথমিকভাবে বুঝা যাচ্ছে ধর্ষনের শিকার হয়েছে নিহত রিভা।