মেসি-গ্রিজম্যানের জোড়া গোলে বার্সার বড় জয়

মেসি-গ্রিজম্যানের জোড়া গোলে বার্সার বড় জয়
স্প্যানিশ ফুটবল লিগে জয় পেয়েছে জায়ান্ট বার্সেলোনা। আতোঁয়া গ্রিজম্যান ও লিওনেল মেসির জোড়া গোলে গ্রানাদাকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে কাতালানরা।শনিবার (০৯ জানুয়ারি) রাতে নিউইভো লস ক্রিমিনেস স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বল দখলে আধিপত্য দেখায় বার্সা। শুরু থেকেই গ্রানাদার রক্ষনে চাপ তৈরি করে তারা। তাই গোলের জন্য বেশিক্ষন অপেক্ষা করতে হয় নি বার্সাকে।ম্যাচের ১২ মিনিটে এগিয়ে যায় বার্সা। পেনাল্টি বক্সের বাইর থেকে সতীর্থের নেওয়া শট গ্রানাদার ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে অরক্ষিত থাকা আতোঁয়া গ্রিজম্যানের কাছে বল চলে যায়। বাম পায়ের শটে বল জালে পাঠান এই ফরাসি স্ট্রাইকার। তবে রেফারি প্রথমে অফ সাইডের সংকেত দিয়ে গোল বাতিল করলেও লাইন্সম্যানের সঙ্গে কথা বলে গোলটি আবার ফিরিয়ে দেন। ১-০ গোলে এগিয়ে যায় বার্সা।ম্যাচের দ্বিতীয় সাফল্য আসে ম্যাচের ৩৫ মিনিটে। থ্রু পাস ধরে বল নিয়ে এগিয়ে যান গ্রিজম্যান। পেনাল্টি বক্সে কিছুটা ফাঁকা জায়গা দাঁড়িয়ে থাকা লিওনেল মেসির দিকে বল বাড়িয়ে দেন তিনি। সামনে পাহাড়ায় থাকা দুই ডিফেন্ডারের ফাঁক দিয়ে বাম পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন বার্সা অধিনায়ক।দুই গোলের লিড পাওয়া বার্সার ব্যবধান বাড়ান মেসি। ৪২ মিনিটে মেসির নেওয়া মাটি কামড়ানো ফ্রি কিক গ্রানাদার গোলরক্ষক আটকাতে পারেন নি। ফলে  ৩-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বার্সেলোনা।
 

বিরতির পর আক্রমনের ধার বাড়ায় বার্সা। ৬৩ মিনিটে চতুর্থ গোলের দেখা পায় তারা। পেনাল্টি বক্সের ডান দিক দিয়ে উসমান দেম্বেলের দেওয়া ক্রস নিয়ন্ত্রনে নিয়ে ডান পায়ের শটে গোল করেন গ্রিজম্যান।

এই গোলের পর ৬৪ মিনিটে মেসিকে তুলে নেন বার্সা কোচ রোনাল্ড কুম্যান। ম্যাচের ৭৮ মিনিটে বার্সার ব্রাথয়েটকে ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন গ্রানাদার ডিফেন্ডার জেসুস ভেলিজো।

এই জয়ে ১৮ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বার্সেলোনা।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন