কদমতলীতে ২০ হাজার ইয়াবাসহ আটক ২

কদমতলীতে ২০ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকা: রাজধানীর কদমতলী এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।আটক দুইজন হলেন-মোহাম্মদ সুরাইম (২৫) ও নুরে আলম ওরফে রানা (৩৯)।রোববার (১০ জানুয়ারি) সন্ধ্যায় র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান  সত্যতা নিশ্চিত করেছেন।মেজর শাহরিয়ার জিয়াউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল সাড়ে ৭টায় র‌্যাব-১০ এর একটি দল কদমতলী থানার তুষারধারা আবাসিক এলাকায় অভিযান চালায়। অভিযানে ২০ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার, দুটি মোবাইল ও পাঁচ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়।আসামিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে বলেও জানান মেজর শাহরিয়ার।
..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

পল্লবী থানা যুবদলের সদস্য সচিবকে গুলি করে হত্যা

হাসিনার রায়ের দিন শেয়ারবাজারে বড় উত্থান, বেড়েছে সবকটি মূল্যসূচক