নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মগবাজার ওয়্যারলেস রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে মাহমুদুল হাসান (৩১) নামে এক সরকারি কর্মচারীর মৃত্যু হয়েছে।নিহত মাহমুদুল হাসান গত ৭ দিন আগে নতুন কর্মস্থলে যোগদান করেছিলেন।বৃহস্পতিবার (৭ জানুযারি) বিকেল সোয়া ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে নিহতর বন্ধুরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন।ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপপরিদর্শক (এসআই) সেকেন্দার আলী জানান, ওয়্যারলেস রেলগেট এলাকায় রেললাইনের পাশে দাঁড়িয়ে চা খাওয়ার সময় ট্রেনের ধাক্কায় পড়ে যান মাহমুদুল হাসান। পরে সেই ট্রেনেই কাটা পড়েন মাহমুদুল।তিনি আরও জানান, আশেপাশের লোকজনের কাছ থেকে দুর্ঘটনায় এ রকম তথ্য আমরা পেয়েছি। মরদেহ পুলিশ হেফাজতে আছে। নিহতের স্বজনদের সঙ্গে বিস্তারিত কথা বলার চেষ্টা করছি।নিহতের বন্ধু ওসমান গনি জানান, মাহমুদুল হাসান গত ৭ দিন আগে নতুন সরকারি চাকরি পেয়েছে। মিরপুরে তার বোনের বাসায় থাকতো। লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ উপজেলার মৃত আলমগীর হোসেনের ছেলে মাহমুদুল।তিনি আরও জানান, ঘটনাস্থলে গিয়ে আশেপাশের লোকজনের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, ঘটনার আগে তার মাথায় ব্যান্ডেজ করা ছিল এবং সে বারবার রেললাইনের পাশে দাঁড়িয়ে পানি ও চা খাচ্ছিল।তার মাথায় কেন ব্যান্ডেজ করা ছিল বা কেনই সে ওয়্যারলেস রেলগেট এলাকায় এসেছিল। বিষয়টা তাদের কাছে রহস্যজনক বলে দাবি করেন ওসমান গনি।
আল ইমরান,বগুড়া:নিহতরা হলেন, উপজেলার জিয়ানগর ইউনিয়নের লক্ষীমণ্ডপ পূর্বপাড়া গ্রামের আফতাব হোসেন (৭০) ও তার প্রবাসী ছেলে শাহজাহান আলীর স্ত্রী রিভা আক্তার (৩০)। বুধবার (৯ জুলাই) সকালে নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করেপুলিশ। মঙ্গলবার (৮ জুলাই) রাতের কোনো এক সময়ে তাদেরকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানায় রাতে চারজন লোক আফতাব হোসেনের বাড়িতে ঢুকে তার ও রিভার হাতপা বেঁধে শ্বাসরোধে হত্যা করেন প্রাথমিকভাবে বুঝা যাচ্ছে ধর্ষনের শিকার হয়েছে নিহত রিভা।
গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আরো ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৯১৩ জন। এ ছাড়া দেশে নতুন করে আরো ১ হাজার ৫৬৭ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ৩ লাখ ৪৭ হাজার ৩৭২ জন। ২৪ ঘণ্টায় ১৩ হাজার ১৭০ জনের নমুনা পরীক্ষা হয়েছে। শনিবার দুপুরে করোনা ভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৫১ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৫৪ হাজার ৩৮৬ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ১৭০ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৫৬৭ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৩২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৫১ জন সুস্থ হয়েছেন।