নান্নু বলেন, ‘এই সিরিজটা শুরু করছি এখন। এই সিরিজটার কথাই বলি। মাশরাফি ছাড়া এই সিরিজটা শুরু করছি। ওই ফোকাসটা রেখেই (২০২৩ বিশ্বকাপ) আমরা , যেটা আমাদেরকে টিম ম্যানেজমেন্ট প্ল্যান দিয়েছে ভিশন-২০২৩, ওই ভিশন মাথায় রেখে ম্যানেজমেন্টের সঙ্গে আমরা এগোচ্ছি। ‘
মাশরাফির সঙ্গেও নির্বাচকরা কথা বলেছে। এছাড়া প্রধান কোচ থেকে শুরু করে টিম ম্যানেজমেন্টের সকলের সঙ্গে আলোচনা করে সম্মিলিতভাবে মাশরাফিকে দলে না রাখার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া দলে নতুনদের সুযোগ করে দেওয়া প্রয়োজন বলে মনে করেন প্রধান নির্বাচক।
নান্নু বলেন, ‘এখানে অনেক ইস্যু এসেছে। সবকিছু মিলিয়ে টিম ম্যানেজমেন্ট আমাদেরকে অনেককিছুর প্লান দিয়েছে এবং আমরাও আমাদের প্লান নিয়ে অনেক আলোচনা করেছি। যেটা বললাম, অনেক আলোচনার পরেই সিদ্ধান্তের মাঝে এসেছি এবং বাংলাদেশের ক্রিকেটের জন্য আমরা আমাদের দেশের ক্রিকেটের কথা চিন্তা করে, আগামীতে এগিয়ে যাওয়ার কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছি। তরুণ ক্রিকেটারদের তো আমাদের জায়গা দিতে হবে। আমাদেরকে তো ওদেরও একটা সুযোগের জায়গা দিতে হবে। আমরা সবাই সম্মিলিতভাবেই সিদ্ধান্ত নিয়েছি, রিফ্রেশলি শুরু করছি ইনশাআল্লাহ। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে ভালো ক্রিকেট শুরু করতে চাই।