নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর শিক্ষাখাত নিয়ে দুশ্চিন্তা দেখা দেয়। নানামুখী আলোচনা-সমালোচনার মুখে গত ১৮ মার্চ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। এরপর ধাপে ধাপে বাড়ে সেই ছুটির মেয়াদ। সর্বশেষ ১৮ ডিসেম্বরের ঘোষণা অনুযায়ী ২০২১ সালের ১৬ জানুযারি পর্যন্ত বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান।
স্থগিত রয়েছে খুদে শিক্ষার্থীদের প্রাথমিক সমাপনী (পিইসি), জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা। এরইমধ্যে অনেক চেষ্টা করেও স্থগিত করতে হলো এইচএসি পরীক্ষা। অনিশ্চয়তা দেখা দিয়েছে আসন্ন এসএসসি পরীক্ষা নিয়েও। রেডিও-টেলিভিশনে ক্লাস নেওয়ার উদ্যোগ নিলেও শিক্ষার্থীদের বড় একটি অংশ রয়েছে এই সুবিধাবঞ্চিত। অ্যাসাইনমেন্টে মূল্যায়নের উদ্যোগ নিলে সেখানে উঠেছে আর্থিক লেনদেনের অভিযোগ। খুদে শিক্ষার্থীদের বড় একটি অংশ ঝরে পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বন্ধ হয়ে গেছে ব্যক্তি মালিকানাধীন অনেক কিন্ডারগার্টেন।
টানা বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান
চলতি বছরের ১৮ মার্চ থেকে টানা বন্ধ রয়েছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। সর্বশেষ গত আগস্টে মাসে কওমি মাদ্রাসা খোলার সিদ্ধান্ত নিলেও বন্ধ রয়েছে দেশের মূলধারার সব শিক্ষাপ্রতিষ্ঠান। ১৮ ডিসেম্বরের নতুন ঘোষণা অনুযায়ী আগামী বছরের ১৬ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। এই নিয়ে নতুন এক অনিশ্চয়তার মুখে পড়েছে শিক্ষার্থীদের জীবন।
স্থগিত পাবলিক পরীক্ষা
স্থগিত হলো পিইসি, জেএসসি, এইচএসসি (উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট ) পরীক্ষাও। জেএসসির ২৫ শতাংশ ও এসএসসির ৭৫ শতাংশ ফলের ভিত্তিতে এইচএসসির ফল প্রকাশের কথা রয়েছে ডিসেম্বরের শেষ সপ্তাহে।
আটকে আছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা
এইচএসসি ফল প্রকাশ না করায় আটকে আছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। এ ছাড়া কোন বিশ্ববিদ্যালয় কোন পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে, তা নিয়েও অনিশ্চয়তার শেষ নেই।
চাকরি প্রত্যাশীদের এক বছর নষ্ট
করোনা কারণে অনার্স চূড়ান্ত পর্বের অনেকের পরীক্ষা আটকে গেছে। যে কারণে তারা চাকরির আবেদন থেকে বঞ্চিত হচ্ছেন।
ভর্তি পরীক্ষার পরিবর্তে মাধ্যমিকের ভর্তি লটারিতে
করোনায় মাধ্যমিক স্তরের সব শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষার পরিবর্তে লটারির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
টানা দুই বছর আটকে আছে এনটিআরসিএর গণবিজ্ঞপ্তি
গত মার্চ মাসে বেসরকারি শিক্ষা নিয়োগ ও নিবন্ধন কর্তৃপক্ষ ( এনটিআরসিএ)-এর গণবিজ্ঞপ্তি প্রকাশ করার কথা থাকলেও আটকে যায়। ২০১৮ সালে সর্বশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রায় ৬০ হাজার শিক্ষকের পদ শূন্য রয়েছে বিভিন্ন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে।
স্থগিত বই উৎসব
সরকারের অন্যতম বৃহৎ অর্জন বিনামূল্যে বই বিতরণ ও সারাদেশে একযোগে ১ জানুয়ারি বই উৎসব। শিক্ষার্থীরাও নতুন বছরের প্রথম দিনে পায় বইয়ের ঘ্রাণ। তবে এবার করোনার কারণে সেই বই উৎসবও স্থগিত করা হয়েছে।
সমস্যায় জর্জরিত জাতীয় বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত সাত কলেজে
করোনা পরিস্থিতির কারণে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স চতুর্থ বর্ষের কিছু পরীক্ষা আটকে গেছে। লিখিত পরীক্ষা হলেও আটকে গেছে ঢাবি অধিভুক্ত সাত কলেজের মৌখিক পরীক্ষা। ফলের দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা।
রাবিতে শিক্ষক নিয়োগে দুর্নীতি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) উপাচার্যের মাধ্যমে মেয়ে ও জামাতা নিয়োগের নিয়ম ভঙ্গের অভিযোগ ওঠে। অভিযোগের প্রমাণ পাওয়ায় দ্রুত ব্যাখ্যা তলব করেছে শিক্ষা মন্ত্রণালয়।
ভিকারুননিসায় ভর্তিতে দুর্নীতি
বোর্ড ও হাইকোর্টের আদেশ অমান্য করে ভর্তি নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে। এ ছাড়া নিয়োগ খাতা টেম্পারিংয়ের অভিযোগে শোকজও করা হয়েছে তাকে।
প্যানেল শিক্ষকদের আন্দোলন
২০১৯ সালে ১৮ হাজারের বেশি সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হয় প্রাথমিকে। কিন্তু লিখিত পরীক্ষায় পাস করা বাকি ২৫ হাজার প্রার্থী প্যানেল নিয়োগের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন।
বন্যায় ক্ষতিগ্রস্ত ৭ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান
করোনা পরিস্থিতির মাঝে শিক্ষাপ্রতিষ্ঠানে আরেকটি বড় আঘাত হানে বন্যা। বছরের মাঝামাঝিতে দেশে বহমান বন্যায় প্রাথমিক, মাধ্যমিক ও ডিগ্রিস্তরের ৭ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।
বন্ধ হয়ে গেছে অসংখ্য প্রতিষ্ঠান
শিক্ষক-কর্মচারীদের বেতন, স্কুল ভবনের ভাড়া পরিশোধ করতে না পারায় ব্যক্তি মালিকানাধীন অসংখ্য প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। কিন্ডারগার্টেন শিক্ষকরা দফায় দফায় সরকারের প্রণোদনার দাবি জানিয়ে আসছেন।
স্থগিত ঢাবির বিশেষ সমাবর্তন
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সেপ্টেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ সমাবর্তন আয়োজন করার থাকলেও পরিস্থিতি বিবেচনায় স্থগিতের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।