আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ইলিনয়ে এক বন্দুকধারীর গুলিতে ৩ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। শনিবার রাতে ইলিনয়ের রকফোর্ডে এ ঘটনা ঘটে।পুলিশ সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করেছে। খবর সিএনএনের।বন্দুকধারীর হামলার শিকার নাগরিকদের ফোনকল পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। স্থানীয় পুলিশ প্রধান জানিয়েছেন, পুলিশ সদস্যরা যখন ঘটনাস্থলে পৌঁছেন, ওই বন্দুকধারী তখনও ওই ভবনে ছিলেন। কোনো গুলি খরচ ছাড়াই আমরা তাকে আটক করতে পেরেছি। পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে তিনটি মরদেহ উদ্ধার করেছেন। আর গুলিবিদ্ধ ৩ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এখনও বন্দুকধারীর পরিচয় প্রকাশ করেনি পুলিশ। এটা কোনো সন্ত্রাসী হামলা কি না সে বিষয়েও নিশ্চিত করে কিছু বলা হয়নি।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।