নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত করা হয়েছে। দরখাস্তকারী প্রার্থীদের ব্যাংক ড্রাফটের ৫০০ টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বোর্ড অব ট্রাস্টিজের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নীলফামারী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের সহ-সভাপতি অ্যাডভোকেট মমতাজুল হক ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ সভাপতি (প্রতিষ্ঠাতা) রাবেয়া আলীম এক বিজ্ঞপ্তিতে এটি নিশ্চিত করে বলেছেন, পরবর্তীকালে সরকারি ও ইউজিসি বিধি মোতাবেক বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।এদিকে সৈয়দপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় নামে কোনো অস্তিত্ব নেই বলে ইউজিসি ওয়েবসাইটে প্রকাশ করলে তোলপাড় শুরু হয়। শিগগিরই প্রতিষ্ঠানটির সাইনবোর্ড সরিয়ে ফেলা হয় এবং সংশ্লিষ্টরা গা ঢাকা দেয়।