‘সলিউশন এক্স’, ‘আবার যখের ধন’, ‘মনোরমা কেবিন’, ‘ওগো প্রিয়তমা’, ‘বর বউ খেলা’ তার স্মরণীয় কাজ। অভিনয় করেছেন ‘নেমসেক’, ‘সিটি অব জয়’, ‘পুরুষোত্তম’, ‘ঘরে বাইরে আজ’-এর মতো একাধিক সিনেমায়। দীর্ঘদিন গৌতম ঘোষ, বুদ্ধদেব দাশগুপ্তর মতো পরিচালকের সহকারী হিসেবে কাজ করেছিলেন। তার কণ্ঠস্বর সমাদৃত ছিল স্টুডিও পাড়ায়। শতাধিক সিনেমায় কন্ঠ শিল্পী হিসেবে কাজ করেছেন। ১৯৮৬ সালে জগন্নাথ গুহ পরিচালিত ‘মিত্রানিকেতন ভেলানাড’ সেরা শিক্ষামূলক সিনেমার পুরস্কার জিতেছিল।
রঙ্গমঞ্চেই দাপটের সঙ্গে কাজ করে গিয়েছেন বর্ষীয়ান তারকা। প্রয়াত কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘আরোহন’ নাটকে অভিনয় করেছেন জগন্নাথ গুহ। নাট্যদল ‘জিগির’-এর উপদেষ্টা হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন।