মতিঝিলে ইয়াবাসহ গ্রেফতার ৫

মতিঝিলে ইয়াবাসহ গ্রেফতার ৫

ঢাকারাজধানীর মতিঝিল এলাকা থেকে ইয়াবা ট্যাবলেটসহ ৫ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রাপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ।

গ্রেফতার মাদক কারবারিরা হলেন— মো. সজিব হোসেন (৩৬), মো. রুবেল ওরফে শুভ (২১), মো. আব্দুর রহমান ড্রাইভার (৪৫), রিয়াজ হোসেন ওরফে মুন্না (২৬) ও মোসা. তাজমীর আহম্মেদ রনি (৩৫)।

তিনি জানান, শুক্রবার (১৮ ডিসেম্বর) রাতে ডিআইটি এক্সটেনশন রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গোয়েন্দা ডিবি পুলিশের উত্তরা বিভাগের একটি টিম। তারা রাজধানীর বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারি দামে বিভিন্ন মাদক কারবারির কাছে ইয়াবা ট্যাবলেট সরবরাহ করে আসছিল। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে মতিঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

কোটি টাকায় নিষিদ্ধ ব্রাহামার ক্রেতা ‘সাকের ভাই’ কে

সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে