ভোলায় ট্রাকচাপায় শ্রমিক নিহত

ভোলায় ট্রাকচাপায় শ্রমিক নিহত

ভোলা: ভোলায় ট্রাকচাপায় বাসেদ (৪০) নামে এক গাছ কাটা শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার (১৯ ডিসেম্বর) বিকেলে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের আজিমুদ্দিন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত বাসেদ সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামের মৃত সৃজন আলীর ছেলে।

বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ গোলাম মোস্তফা জানান, বিকেলের দিকে গাছ কাটা শেষ করে শ্রমিক বাশেদ রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। তখন ভোলা থেকে চরফ্যাশনগামী একটি ট্রাক দ্রুত গতিতে এসে পথচাররী শ্রমিককে চাপা দেয়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা হাসপাতালে আনার পথে তিনি মারা যান।

পুলিশ নিহতের মরদেহ সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এছাড়াও ঘাতক ট্রাক ও হেলপারকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি