বান্দরবানে সাঙ্গু ও মাতামুহুরী নদী রক্ষার দাবিতে মানববন্ধন

বান্দরবানে সাঙ্গু ও মাতামুহুরী নদী রক্ষার দাবিতে মানববন্ধন

বান্দরবান: বান্দরবানে সাঙ্গু ও মাতামুহুরী নদী রক্ষার দাবিতে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ এর প্রকল্প ‘প্রমোশন অফ এগ্রো ইকোলজি প্রাকটিসেস ইন দ্যা সিএইচটি’ (পেপ) ও বাংলাদেশ নদী পরিব্রাজক দল, বিভিন্ন এনজিও ও সামাজিক সংগঠন এবং সুশীল সমাজের মানুষ মানববন্ধন করেছে।

রোববার (১৩ ডিসেম্বর) সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে সাঙ্গু ও মাতামুহুরী নদীর সীমানা নির্ধারণ, অবৈধ দখল ও দুষণমুক্ত করার লক্ষ্যে সচেতনতামূলক এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- জেলা দুনীতি প্রতিরোধ কমিটির সভাপতি অংচমং মারমা, নদী পরিব্রাজক দল বান্দরবান জেলার উপদেষ্টা কামাল পাশা, সিনিয়র সহ-সভাপতি বাবু মনি, সাধারণ সম্পাদক লিটন চক্রবর্তী, মহিলা বিষয়ক সম্পাদক দিপিকা তঞ্চঙ্গ্যা।

মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন কারিতাস পেপ প্রকল্পের কর্মসূচি কর্মকর্তা রূপনা দাশসহ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, পার্বত্য জেলা বান্দরবানের পানির অন্যতম উৎস সাঙ্গু ও মাতামুহুরী নদী আজ মৃত প্রায়, প্রতিবছরই অবৈধ দখল ও দুষণের কারণে নদী দুটি আজ তার নাব্যতা হারিয়েছে। নদী দুটিকে বাঁচানো এখন সবার প্রাণের দাবি। মানববন্ধনে এসময় বক্তারা নদী দুটির নদীর সীমানা নির্ধারণ, অবৈধ দখল ও দুষণমুক্ত করার জোর দাবি জানান।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে বান্দরবানে সাঙ্গু ও মাতামুহুরী নদীর সুরক্ষার দাবিতে একটি স্মারকলিপি দেওয়া হয়।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দেড় বছর ধরে অনুপস্থিত নীলফামারীর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের দুই চিকিৎসক

ঋণের প্রলোভনে ঢাকায় যাওয়ার পথে ভূঞাপুর থানায় গোপালপুরের ৬ জন আটক