করোনায় মারা গেলেন সংগীত প্রযোজক সেলিম খান

করোনায় মারা গেলেন সংগীত প্রযোজক সেলিম খান

করোনার কাছে হার মানলেন দেশের বৃহৎ অডিও-ভিডিও প্রযোজনা সংস্থা সংগীতার কর্ণধার সেলিম খান (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। টানা ছয় দিনের লড়াই শেষে আজ সকাল ৭ টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৫ বছর। 

গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন সংগীতার সিইও এবং সেলিম খানের ছোট ভাই রবিন ইমরান। তিনি বলেন, করোনা আক্রান্ত হলে তাকে ৪ ডিসেম্বর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তারপর অবস্থার অবনতি হলে ৯ ডিসেম্বর লাইফ সাপোর্টে রাখা হয়। কিন্তু অবশেষে চলেই গেলেন তিনি।

জানা গেছে, আজ বাদ আসর ঢাকার লক্ষ্মীবাজারে সেলিম খানের বাসভবনের সামনে নামাজে জানাজা শেষে জুরাইন গোরস্থানে তাকে দাফন করা হবে। উল্লেখ্য, ৮০’র দশকে সেলিম খানের হাত ধরে প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতার জন্ম। দেশের বৃহৎ সংগীত প্রতিষ্ঠান হিসেবে সংগীতা নিজের অবস্থান ধরে রাখে টানা চার দশক

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন