কুয়াশার কারণে বঙ্গবন্ধু টি-টোয়েন্টির খেলার সময়ে পরিবর্তন

কুয়াশার কারণে বঙ্গবন্ধু টি-টোয়েন্টির খেলার সময়ে পরিবর্তন

ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের খেলার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সূচি অনুযায়ী এখন টুর্নামেন্টে দিনের খেলা শুরু হবে দুপুর সাড়ে ১২টায়। এ খেলার টস হবে ১২টায়। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের দিনের দ্বিতীয় ম্যাচ শুরু হবে বিকাল সাড়ে ৫টায়। আর টস হবে ৫টায়। তবে যেদিন কেবল একটি ম্যাচ থাকবে, সেদিন খেলা শুরু হবে বিকাল সাড়ে ৪টা থেকে। ওই ম্যাচের টস হবে বিকাল ৪টায়।আগামীকাল বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বেক্সিমকো ঢাকা বনাম জেমকন খুলনা এবং ফরচুন বরিশাল বনাম গাজী গ্রুপ চট্টগ্রামের ম্যাচ দিয়ে এই নতুন সূচি কার্যকর হবে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

উখিয়ায় অভিনব কৌশলে ইয়াবা পাচার: গ্যাস সিলিন্ডারে ৫০ হাজার পিস ইয়াবাসহ যুবদল নেতা আটক

আশুলিয়ায় দৈনিক সমাচারে কর্মরত সাংবাদিকের ওপরে হামলায় আটক ১