‘লুঙ্গি-গেঞ্জি নিয়ে আসছি, জামিন না পেলে ভেতরে চলে যেতাম’

‘লুঙ্গি-গেঞ্জি নিয়ে আসছি, জামিন না পেলে ভেতরে চলে যেতাম’

 আইনের প্রতি শ্রদ্ধাশীল রয়েছেন উল্লেখ করে সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেন, ‘লুঙ্গি-গেঞ্জি সবই নিয়ে আসছি, জামিন না পেলে ভেতরে চলে যেতাম।’

মঙ্গলবার নির্বাচন কমিশনের দায়ের করা মামলায় ফরিদপুর জেলা ও দায়রা জজ আদালত থেকে জামিন পাওয়ার পর এমন মন্তব্য করেন তিনি।মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল রয়েছি। আদালত যা সিদ্ধান্ত দিতেন মাথা পেতে নিতাম।নির্বাচন কমিশনের দায়েরকৃত মামলায় জামিন পেয়েছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার মুজিুবুর রহমান নিক্সন চৌধুরী।চরভদ্রাসন উপজেলা পরিষদ উপ নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে এই মামলা করেছিল ফরিদপুর সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা নওয়াবুল ইসলাম। এই মামলায় উচ্চ আদালতে হাজির হয়ে ৮ সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন এমপি নিক্সন চৌধুরী

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সীতাকুণ্ড উপজেলা সাবেক চেয়ারম্যান রাজু আটক

শ্রমিক নেতা থেকে গুন্ডা বাহিনীর প্রধান হয়েছে শাজাহান খান: আব্দুল মোনায়েম মুন্না