ফুলবাড়িয়া মার্কেটে অবৈধ উচ্ছেদ অভিযানে ব্যবসায়ীদের বাধা

ফুলবাড়িয়া মার্কেটে অবৈধ উচ্ছেদ অভিযানে ব্যবসায়ীদের বাধা

ঢাকা: রাজধানীর ফুলবাড়িয়া সুপার মার্কেটে অবৈধ দোকান উচ্ছেদে ব্যবসায়ীদের বাধার মুখে পড়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান, তানজিলা কবির ত্রপা এবং এ এইচ ইরফান উদ্দিন আহমেদের নেতৃত্বে ওই মার্কেটের ব্লক-এ, ব্লক-বি এবং ব্লক-সিতে অভিযান পরিচালনা করতে গেলে ব্যবসায়ীরা বাধা দেন।ডিএসসিসি সূত্রে জানা যায়, রাজধানীর ফুলবাড়িয়া সুপার মার্কেট-২ এ প্রায় ৯১১টি অবৈধ দোকান রয়েছে।সরেজমিন দেখা যায়, অবৈধ উচ্ছেদ অভিযান বন্ধ করতে ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।  এসময় তারা কয়েকটি যানবাহনও ভাঙচুর করেন। একইসঙ্গে অভিযান বন্ধ করার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সীতাকুণ্ড উপজেলা সাবেক চেয়ারম্যান রাজু আটক

শ্রমিক নেতা থেকে গুন্ডা বাহিনীর প্রধান হয়েছে শাজাহান খান: আব্দুল মোনায়েম মুন্না