মঙ্গলবার থেকে যুক্তরাজ্যে শুরু হচ্ছে করোনার ভ্যাকসিন প্রয়োগ

মঙ্গলবার থেকে যুক্তরাজ্যে শুরু হচ্ছে করোনার ভ্যাকসিন প্রয়োগ

 

মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার ও জার্মান জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান বায়োএনটেকের তৈরি করোনা ভাইরাসের ভ্যাকসিন যুক্তরাজ্যে মঙ্গলবার থেকে প্রয়োগ শুরু হবে।

জানা গেছে, করোনার ঝুঁকিতে থাকা ব্যক্তি, স্বাস্থ্যকর্মীদের প্রথম ধাপে ভ্যাকসিন পাবেন। পরে ক্লিনিকগুলোতে বিতরণ করা হবে এই ভ্যাকসিন ।

ব্রিটেনে এখন পর্যন্ত ১৭ লাখ ১০ হাজার ৩৭৯ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৬১ হাজার ১১১ জন ।

জরুরি ভিত্তিতে প্রয়োগের জন্য ফাইজারের ভ্যাকসিন প্রয়োগে গত সপ্তাহেই ছাড়পত্র দেয় ব্রিটেনের নিয়ন্ত্রক সংস্থা।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি