দ্বিতীয় দেশ হিসেবে চাঁদের মাটিতে নিজেদের পতাকা উড়িয়েছে চীন। তাদের পাঠানো রোবোটিক যান চ্যাং’ই-৫ গত ১লা ডিসেম্বর চাঁদে অবতরণ করে। এরপর সেখান থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করে। তারপর তা আবার পৃথিবীর দিকে যাত্রা শুরু করেছে। তবে তার আগে চাঁদের বুকে উড়িয়ে এসেছে চীনের পতাকা। এখন থেকে ৫০ বছর আগে প্রথম দেশ হিসেবে ১৯৬৯ সালের জুলাই মাসে প্রথম দেশ হিসেবে চাঁদের গায়ে এভাবে পতাকা উড়িয়েছিল যুক্তরাষ্ট্র। চীনের মহাকাশ বিষয়ক কর্তৃপক্ষকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। চ্যাং’ই-৫ রোবোটিক যানে রয়েছে একটি অরবিটার, একটি ল্যান্ডার, একটি এসেন্ডার, একটি রিটার্নার।
গত ২৪ শে নভেম্বর এই মহাকাশ যান উৎক্ষেপণ করা হয়। প্রায় এক সপ্তাহের পথ পরিভ্রমণ শেষে তা ১লা ডিসেম্বর অবতরণ করে চাঁদের ওসিন অব স্টর্মস বলে পরিচিত এলাকায়। এরপর সেখান থেকে পরীক্ষার জন্য নানা রকম নমুনা সংগ্রহ করে সে।