আমার ওপর সেনাবাহিনীর কোনো চাপ নেই: ইমরান খান

আমার ওপর সেনাবাহিনীর কোনো চাপ নেই: ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, তার ওপরে পাকিস্তানি সেনাবাহিনীর কোনো চাপ নেই এবং তিনি তার নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করছেন।

পাকিস্তানের একটি বেসরকারি চ্যানেলকে দেয়া সাক্ষাত্কারে তিনি বলেছেন, আমি তো সেনাবাহিনীর বিরোধিতা তখন করবো যখন সেনাবাহিনীর পক্ষ থেকে আমার ওপর কোনো চাপ প্রয়োগ করা হবে। এখনও পর্যন্ত এমন একটি ঘটনাও ঘটেনি যেখানে এমন হয়েছে যে আমি যা করতে চেয়েছি সেনাবাহিনী আমাকে সেটা করতে বাধা দিয়েছে।

ইমরান খান বলেন, আমাদের ইশতেহারের দিকে ভালো করে তাকালেই দেখা যায় এর বিদেশনীতির পুরোটাই তেহরিক-ই-ইনসাফেরই।ইমরান আরও বলেন, নওয়াজ শরীফ ও জারদারি ক্ষমতা ছাড়ার পর বিদেশনীতিতে সামরিক হস্তক্ষেপের অভিযোগ তোলেন। তারা বলেন যে তারা ভারতের সাথে বন্ধুত্ব করতে চেয়েছিলেন কিন্তু সেনাবাহিনী তা চায়নি। তবে তাদের ইশতেহার পড়ে এটা মনে হওয়া দরকার যে তাদের চেষ্টা আসলে ছিল।

এ বিষয়ে কথা বলার সময় তিনি আফগান শান্তি আলোচনার প্রসঙ্গও টানেন। তিনি বলেন যে, তিনি মুসলিম দেশগুলোকে একত্রিত করার বিষয়ে কথা বলেছেন ঠিকই কিন্তু ইসলামিক দেশগুলোর পারস্পরিক ইস্যুতে কোনো পক্ষ নেননি।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

মাদকের টাকার জন্য মা’কে হত্যা: নিজেই পুলিশের হাতে ধরা দিলেন ছেলে

জোরপূর্বক পদত্যাগের পর স্ট্রোকে মারা গেলেন হাজেরা তজু কলেজের উপাধ্যক্ষ