৭ ব্যাংকের নিয়োগ পরীক্ষা স্থগিত

৭ ব্যাংকের নিয়োগ পরীক্ষা স্থগিত

চাকরি-বাকরি প্রতিবেদক :সমন্বিত সাত ব্যাংকের  করা হয়েছে। অনিবার্য কারণে ব্যাংকার্স সিলেকশন কমিটি (বিএসসি) এ সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৫ ডিসেম্বর রাজধানীর ৬৭টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আজ শনিবার বিএসসির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

সাত ব্যাংক হলো সোনালী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন ও ইনভেস্টমেন্ট করপোরেশন বাংলাদেশ ও কর্মসংস্থান ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যসচিব আরিফ হোসেন খান  বলেন, আমরা পরীক্ষা নিতে চেয়েছিলাম। উদ্ভূত পরিস্থিতিতে সাত ব্যাংকের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।

তবে কি কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে তা জানা যায়নি।

সাত ব্যাংকের সিনিয়র অফিসার পদের ঢাকার ৬৭টি কেন্দ্রে এক লাখ ৪০ হাজার ১৫৫ জন পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার কথা ছিল। ৭৭১টি পদের ওই নিয়োগ পরীক্ষা ৫ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এমসিকিউ পদ্ধতিতে হওয়ার কথা ছিল।

  • সোনালী ব্যাংক লিমিটেড-২৬৪ টি
  • জনতা ব্যাংক লিমিটেড-১৩৯ টি
  • রূপালী ব্যাংক লিমিটেড-২১১ টি
  • রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-১১৩ টি
  • বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন-০৮ টি
  • ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ-৩০ টি
  • কর্মসংস্থান ব্যাংক-৬ টি

    সমন্বিতভাবে এই ৭টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে মোট ৭৭১ জনকে নিয়োগ দেওয়া হবে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন