ঢাকা: রাজধানীর ওয়ারী থানাধীন বলধা গার্ডেনের পাশে নয়তলা ভবনের ছয় তলায় আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২ ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর আড়াইটায় আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে কী কারণে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত, তা এখনো নিশ্চিত করা যায়নি।