ইতালিতে নতুন রাষ্ট্রদূত শামীম আহসান

ইতালিতে নতুন রাষ্ট্রদূত শামীম আহসান

নিজস্ব প্রতিবেদক : ইতালিতে নতুন রাষ্ট্রদূত হিসেবে যোগ দিচ্ছেন পেশাদার কূটনৈতিক মো. শামীম আহসান। শুক্রবার আন্তর্জাতিক বিমানবন্দর লিওনার্দো দ্য ভিঞ্চি হয়ে রোমে আসার কথা রয়েছে। এক খুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন রোমে বাংলাদেশ দূতাবাসের নতুন রাষ্ট্রদূত শামীম আহসান। প্রধানমন্ত্রীর সাবেক মূখ্য সচিব ও রোম বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আবদুস সোবাহান সিকদারের স্থলাভিষিক্ত হবেন মো. শামীম। এর আগে, তিনি ২০০৪ থেকে ২০০৮ সালে রোম বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর হিসেবে চাকরি করেন। দীর্ঘ চাকরি জীবনে ২০০৮ থেকে ২০১১ ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার ও ডেপুটি চিফ অব মিশন পরে নাইজেরিয়াতে হাইকমিশনার ছিলেন। নাইজেরিয়া রাষ্ট্রদূত হিসেবে যোগ দেয়ার আগে ২০১৪ থেকে ২০১৮ নিউইয়র্কে কনসাল জেনারেলের দায়িত্ব পালন করেন তিনি। এদিকে নতুন রাষ্ট্রদূত হিসেবে রোমে আসার খবরে ইতালি প্রবাসী বাংলাদেশিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। তারা বলছেন, রোম বাংলাদেশ দূতাবাস ও মিলান কনস্যুলেট অফিসের বিরুদ্ধে সেবার মান ও রাজনৈতিক ছত্রছায়া এবার অনেকেংশই কমে যাবে। বিগত দিনের বদনাম ঢেকে দিয়ে সাধারণ মানুষ যথাযথ সেবা পাবেন এমনটা আশা করছেন নতুন এ রাষ্ট্রদূতের কাছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন