আন্তর্জাতিক ডেস্ক : ফাইজারের তৈরি করোনা ভাইরাসের (কোভিড ১৯) টিকা ৯৫ শতাংশ কার্যকর বলে দাবি করেছে মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি। বুধবার (১৮ নভেম্বর) আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে এ বিষয়ে খবর প্রকাশিত হয়েছে। মার্কিন প্রতিষ্ঠান ফাইজার ও জার্মান প্রতিষ্ঠান বায়োএনটেক মিলে তৈরি করছে এই টিকা। প্রতিষ্ঠান দুটির পক্ষ থেকে জানানো হয়, টিকার তৃতীয় ধাপের পরীক্ষার আরও বিস্তারিত ফলাফল আসতে শুরু করেছে। এতে দেখা যাচ্ছে, এই টিকা সব বয়স, বর্ণ ও নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর ক্ষেত্রে সমানভাবে কাজ করে। এই টিকায় উল্লেখযোগ্য কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই বলেও দাবি ফাইজারের। ফলে শিগগিরই এই টিকা জরুরিভিত্তিতে অনুমোদনের জন্য যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) কাছে আবেদনের পরিকল্পনা করছে প্রতিষ্ঠান। এ বিষয়ে ফাইজারের প্রধান নির্বাহী আলবার্ট বোরলা জানিয়েছেন, আট মাসের যাত্রায় নতুন এই ফলাফল টিকা তৈরির জন্য মাইলফলক। আশা করা হচ্ছে তাদের টিকা ভয়াবহ করোনা মহামারি ঠেকাতে কার্যকর হবে।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।