আন্তর্জাতিক ডেস্ক : এক বা দুই নয় বেলজিয়ামে নিলামে তোলা একটি কবুতর পুরো ১৬ কোটি (১৯ লাখ ডলার) টাকায় কিনেছেন চীনের একজন ধনবান ব্যক্তি।
দুই বছর বয়সী স্ত্রী কবুতরটির নাম ‘নিউ কিম’।সম্প্রতি বিক্রির জন্য ‘নিউ কিম’কে নিলামে তোলা হয়েছিল। বিবিসির খবরে এ তথ্য জানানো হয়।নিউ কিম অবশ্য ‘রেসিং পিজন’ হিসেবে পরিচিত। নিলামে বিক্রি কবুতরের ক্ষেত্রে এটি নতুন একটি রেকর্ড। সাধারণত কবুতরগুলোকে ১০০ থেকে ১০০০ কিলোমিটার দূরত্বের কোনো স্থানে ছেড়ে দেওয়া হয়। সেখানে সবচেয়ে আগে উড়ে যে বাড়ি পৌঁছাতে পারবে, সেই কবুতর বিজয়ী হয়। আর এ প্রতিযোগিতায় জয়ী মালিক পান মোটা অঙ্কের অর্থ। চীনের যে ধনাঢ্য ব্যক্তি কবুতরটি কিনেছেন তার শখ হলো রেসিং পিজন সংগ্রহ করা। চীনে সম্প্রতি পিজন রেসিং অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছে। নিউ কিম স্ত্রী কবুতর হওয়ায় তার দাম এত বেশি হয়েছে।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।