জর্জিয়া যেন ‘পেন্ডুলাম’!

জর্জিয়া যেন ‘পেন্ডুলাম’!

আন্তর্জাতিক ডেস্ক : টান টান উত্তেজনায় যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব। ভোটের ফল পেতে দেরি হওয়ায় এই উত্তেজনা কিছুটা উদ্বেগেরও কারণ হয়ে দাঁড়িয়েছে। মার্কন গণমাধ্যমগুলোর প্রকাশ করা ফল অনুযায়ী এগিয়ে আছেন জো বাইডেন। তিনি পেয়েছেন ২৬৪ ইলেকটোরাল ভোট। আর ৬ ভোট পেলেই তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। অন্যদিকে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪ ভোট। গণনা চলতে থাকা বাকি ৫টি রাজ্যের তিনটিতে এগিয়ে আছেন ট্রাম্প।  বাইডেন এগিয়ে আছেন নেভাদা অঙ্গরাজ্যে। এখানে ইলেকটোরাল ভোট ৬টি। এই রাজ্যে জিতলেই বাইডেন জয়ী হবেন।  অন্যদিকে জর্জিয়ায় ভোট গণনা চলছে। এখানে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এখানকার গণনার ফল পেন্ডুলামের মতো দুলছে। একবার যাচ্ছে ট্রাম্পের দিকে একবার বাইডেনের দিকে।  এ রাজ্যে ইলেকটোরাল ভোটের সংখ্যা ১৬। শুক্রবার বেলা ২টার পর দেখা গেছে, জর্জিয়ায় ট্রাম্পের অবস্থান ৪৯.৩৯% আর বাইডেনের ৪৯.৩৭%।  মার্কিন গণমাধ্যমগুলো বলছে, নেভাদা ও জর্জিয়া ট্রাম্পের দখলেই যাবে। তবে কোনো কারণে যদি জর্জিয়া হাতছাড়া হয়ে যায়, তারপরও বাইডেন জয়ী হবেন।  অন্যদিকে পেনসিলভানিয়াতে ট্রাম্প এগিয়ে থাকলেও ব্যবধান খুবই সামান্য। যে কোনো মুহূর্তে পাল্টে যেতে পারে দৃশ্য।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ডেঙ্গুতে একজনের মৃত্যু, আক্রান্ত ৪৩

সাকলায়েনের প্রতি অন্যায় হয়েছে, দাবি পরীমণির