ঢাকা: ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিতসহ নানা বিষয় নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে বৈঠক করছে বিএনপির একটি প্রতিনিধি দল।
বুধবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় আগারগাঁওয়ের নির্বাচন কমিশন অফিসে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে সিইসি কে এম নূরুল হুদা, নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম ও বিগ্রেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী উপস্থিত রয়েছেন।
ঢাকা-১৮ আসনের উপনির্বাচন পরিচালনা কমিটি প্রধান সমন্বয়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য আমানউল্লাহ আমান নেতৃত্বে বিএনপি পাঁচ সদস্যের প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন, ঢাকা-১৮ উপ-নির্বাচন পরিচালনা কমিটি সমন্বয়ক ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম, পরিচালনা কমিটি সদস্য নাজিম উদ্দীন আলম ও ঢাকা-১৮ আসনের বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর ও বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।