নোয়াখালীতে ছেলেকে আগুনে পুড়িয়ে হত্যা, বাবা গ্রেফতার

নোয়াখালীতে ছেলেকে আগুনে পুড়িয়ে হত্যা, বাবা গ্রেফতার

নোয়াখালীর সোনাইমুড়ীতে ছেলে মঈন উদ্দিন সাদ্দামকে (২৭) প্রকাশ্যে গায়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা মামলায় বাবা মোস্তফা চৌধুরীকে (৫৫) গ্রেফতার করেছে সিআইডি পুলিশ।

বুধবার ভোরে সোনাইমুড়ী ছাতারপাইয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামি উপজেলার কাশিপুর মধ্য পাড়ার বাসিন্দা এবং নিহত সাদ্দামের বাবা।

বিষয়টি নিশ্চিত করে সিআইডি নোয়াখালী জেলা তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, মামলার ঘটনা সংক্রান্তে আসামিকে জিজ্ঞাসাবাদসহ অন্যান্য আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

২০১৮ সালের ২৩ অক্টোবর সকাল সাড়ে ১০টায় মধ্যপাড়া গ্রামে সাদ্দামকে তার নিজ বাড়ির উঠানে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় তার বড় বোন কুলসুম আক্তার ধনি ও মা রায়হানা বেগম। বাবা মোস্তফা চৌধুরীর নির্দেশে তার গায়ে আগুন ধরিয়ে দেয় তারা।

এসময় তার চিৎকার শুনে এলাকাবাসী এসে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ বার্ন ইউনিটে ভর্তি করে। তার শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল। ঘটনার ২০ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ ঘটনায় পরদিন তার স্ত্রী আসমা আক্তার বাদী হয়ে সোনাইমুড়ী থানায় তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বীরগঞ্জে শিশু সন্তানকে নিয়ে ‘গ্যাস ট্যাবলেট’ খেয়ে মা-মেয়ের মৃত্যু

দালালমুক্তসহ মাদক নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা পালন করায় বিপাকে রাজৈর থানার ওসি