খাগড়াছড়িতে কঠিন চীবর দান অনুষ্ঠিত

খাগড়াছড়িতে কঠিন চীবর দান অনুষ্ঠিত

খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলা সদরের পেরাছড়া নীলকান্ত পাড়ায় জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৪ নভেম্বর) সকাল থেকে বৌদ্ধ বিহার প্রাঙ্গণে ধর্মীয় দেশনা সমাবেশ আয়োজন করা হয়।

এতে ভিক্ষুদের উদ্দেশে সংঘ দান, অষ্ট পরিষ্কার দান, বুদ্ধ মূর্তি দান, কল্পতরু দান, হাজার প্রদীপ দান, ভিক্ষুদের পিণ্ড দান করা হয়।

প্রধান ধর্মীয় দেশনা দিয়েছেন বিহার অধ্যক্ষ সুখি নন্দ স্থবির। প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মংসুইপ্রু চৌধুরী অপু।

মাত্র ২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে সুতা, সুতা থেকে কাপড় বুনে চীবর (বৌদ্ধ ভিক্ষুদের পরিধেয় কাপড়) তৈরি করা কঠিন চীবরের মূল আকর্ষণ। তবে এ বছর করোনার কারণে ২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে সুতা এবং সুতা থেকে কাপড় বোনার কার্যক্রম হচ্ছে না। স্বাভাবিকভাবে বাজার থেকে কাপড় কিনে চীবর বানিয়ে এবং তা সীমাঘরে ভান্তেদের মন্ত্র দ্বারা কঠিনে পরিণত করে ভান্তেদের চীবর দান করা হচ্ছে। এ বছর স্বাস্থ্যবিধি মেনে চীবর দান অনুষ্ঠিত হচ্ছে বলে জানান বৌদ্ধ নর-নারীরা।

মাসব্যাপী কঠিন চীবর দানোৎসব ১ নভেম্বর থেকে শুরু হয়ে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত পর্যায়ক্রমে বিভিন্ন বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হবে।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন