অতিরিক্ত মুনাফাই টার্গেট আগাম আলুচাষিদের

অতিরিক্ত মুনাফাই টার্গেট আগাম আলুচাষিদের
বগুড়ায় ফসলি মাঠ কোনো সময় ফেলে রাখেন না চাষিরা। তাই মৌসুমি বিভিন্ন সবজি আবাদের পর এবার নেমে পড়েছেন আগাম আলু চাষে। কেননা আগাম জাতের আলুতে অতিরিক্ত মুনাফা চাষিদের আকৃষ্ট করছে। সরেজমিনে দেখা যায়, জেলার বিভিন্ন উপজেলায় এখনো বিস্তীর্ণ মাঠজুড়ে রয়েছে কাঁচা-পাকা ধান। আগামী দুই-তিন সপ্তাহের মধ্যেই পুরোদমে এ ধানগুলো কাটা-মাড়াই শুরু হয়ে যাবে। তারপর এ জেলার চাষিরা একযোগে তাদের বিস্তীর্ণ ফসলি মাঠে বিভিন্ন জাতের আলু চাষ করবেন। এদিকে জেলায় মাঠে মাঠে চাষিরা একদিকে তাদের জমিগুলো প্রস্তুত করতে হাল দিচ্ছেন, আলগা মাটি সমান করতে জমিতে মই দিচ্ছেন, অন্যদিকে আলু বীজ বপনে ব্যস্ত সময় কাটাচ্ছেন কেউ কেউ। বাতাস না থাকায় চারপাশে এখন অনেকটাই ভ্যাপসা গরম। সেদিকে একদম খেয়াল নেই তাদের।
শিবগঞ্জ ও শাজাহানপুর উপজেলার চাষি আব্বাস মিয়া, মোনতেজার রহমান, সাজ্জাদ আলী, তৌকিরসহ একাধিক চাষি জানান, তাদের সিংহভাগ জমিতে এখনও ধান রয়েছে। তবে যে সব জমির ধান কাটা হয়ে গেছে বা যেগুলোতে মৌসুমি বিভিন্ন সবজি লাগানো হয় এমন জমিগুলোতে আলু চাষের প্রস্তুতি চলছে। কবে বাকি জমিগুলোর ধান কাটা শেষ হবে এখন তারই অপেক্ষা। তারপর একযোগে চলবে আলুর আবাদ। এ মৌসুমে আলুতে ভালো দাম পাওয়া যাবে বলে আশা করছেন তারা। সদর উপজেলার লাহেড়ীপাড়া ইউনিয়নের একরাম হোসেন, তারাজুল, মোমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, অতিরিক্ত মুনাফা পেতে তাদের মতো অনেকেই আগাম আলু চাষ করেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে এবছর আলু বীজের দাম তুলনামূলক বেশি। বীজ কিনতে অনেকেই হিমশিম খাচ্ছেন। তারা জানান, এবছর দ্বিগুণ দামে আলু বীজ কিনতে হচ্ছে তাদের। বর্তমানে বাজার থেকে তারা লাল পাকরি আলুর বীজ কিনছেন প্রতিকেজি ৪৫ টাকা দরে এবং কার্ডিনাল প্রতিকেজি ৩৬ টাকা দরে। তবুও সবমিলিয়ে আলুতে অধিক লাভের আশায় বুক বেঁধেছেন তারা। কঠোর পরিশ্রম আর অর্থ ব্যয় শেষে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোই স্বপ্ন তাদের। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. ফরিদুর রহমান  বলেন, আলু চাষে প্রয়োজন শুকনো মাটির জমি। জেলার বিভিন্ন এলাকায় তুলনামূলক উঁচু জমিগুলোতে আলু চাষ শুরু হয়েছে। অতিরিক্ত মুনাফার আশায় অনেকেই তাদের জমিগুলোতে আলু চাষ শুরু করেছেন। রোপা আমন কাটার পর ওইসব জমিতে একযোগে আলুর আবাদ শুরু হয়ে যাবে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন