রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

রাজশাহীর দুর্গাপুর ও মোহনপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। দুর্গাপুরে মোটরসাইকেল-পিকআপের মুখোমুখি সংঘর্ষে আবদুস সালাম (৫৫) নামের এক ব্যবসায়ী ও মোহনপুরে বাসের চাপায় পথচারি নাসির উদ্দিন (৪৫) নিহত হয়েছেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খুরশীদা বানু কণা জানান, নিহত আবদুস সালাম মোটরসাইকেল আরোহী ছিলেন। বুধবার ভোরে দুর্গাপুর থেকে তাহেরপুরের দিকে মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা পান বোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ জানান, নওগাঁ থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস বিদিরপুর বাজারে পৌঁছে প্রথমে একটি ভ্যানগাড়িকে ধাক্কা দেয়। এরপর পথচারী নাসির উদ্দীনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত হয়েছেন হাটে আসা ব্যবসায়ীসহ অন্তত পাঁচজন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি